Logo
Logo
×

সারাদেশ

অডিটরদের খুশি করতে চাঁদা, ঘটনা তদন্তে কমিটি

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১০:২৭ পিএম

অডিটরদের খুশি করতে চাঁদা, ঘটনা তদন্তে কমিটি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের ইনচার্জদের কাছ থেকে অডিটরদের ঘুস দেওয়ার নামে চাঁদা তোলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মদ।

শামীম আহম্মদ জানান, তদন্ত কমিটিকে সাত কার্যদিবস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা তদন্ত করে প্রতিবেদন দেবেন। তদন্তে যদি কোন ব্যক্তির এই কাজে সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

রোববার স্বাস্থ্য অডিট অধিদপ্তরের তিন কর্মকর্তা হাসপাতাল নিরীক্ষায় আসেন। কাজ শেষে মঙ্গলবার তারা ফিরে যান। এই অডিটরদের ঘুস দেওয়ার নামে হাসপাতালের ৫৭টি ওয়ার্ডের ইনচার্জের কাছ থেকে মাথাপিছু ১ হাজার ২০০ টাকা করে তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 
রামেক হাসপাতালের এই কেলেঙ্কারির ঘটনা নিয়ে যুগান্তরে বৃহস্পতিবার সংবাদ প্রকাশিত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম