Logo
Logo
×

সারাদেশ

চউকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ১০:২৫ পিএম

চউকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

প্রশাসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে একজন অতিরিক্ত সচিবকে (ইনসিটু) পদায়ন করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জারি করা আদেশে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য চউকের চেয়ারম্যান পদে মোহাম্মদ ইউনুছকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

অপর এক আদেশে মো. ইমতিয়াজ হোসেনকে পদোন্নতির অব্যবহিত আগের পদে (ইনসিটু) প্রদান করা হয়েছে। সম্প্রতি তিনি অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন।

মোহাম্মদ ইউনুছ চউকের বর্তমান চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের স্থলাভিষিক্ত হয়েছেন। আওয়ামী লীগ সরকার তৃতীয়বারের মতো চউকে কোনো রাজনৈতিক ব্যক্তিকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিল।

২০০৮ সালে ক্ষমতায় আসার পর নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামকে চউক চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়। তিনি ১০ বছর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম