Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০১:০৬ পিএম

কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা স্টেশনে কক্সবাজারগামী ঈদ স্পেশাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে ঈদগাঁও ডুলাহাজারা স্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুলাহাজারা রেলস্টেশনের স্টেশন মাস্টার ফরহাদ চৌধুরী।

স্টেশনমাস্টার বলেন, চট্টগ্রাম থেকে সকাল ৭টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঈদ স্পেশাল ট্রেনটি ডুলাহাজারা স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম