Logo
Logo
×

সারাদেশ

বৃষ্টির জন্য নামাজ, দুহাত তুলে চোখের পানি ঝরালেন মুসল্লিরা

Icon

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০২:০৮ পিএম

বৃষ্টির জন্য নামাজ, দুহাত তুলে চোখের পানি ঝরালেন মুসল্লিরা

তীব্র দাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন পাঁচ শতাধিক মুসল্লি।

মোরেলগঞ্জ পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. মনিরুল হক তালুকদারের আহবানে আজ মঙ্গলবার সকাল ৭টায় উপজেলা সদর আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মঠে খোলা আকাশের নিচে এ ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হলে সর্বস্তরের মুসল্লিরা এ নামাজে অংশ নেয়। 

৩ দিনব্যাপি আয়োজিত এ নামাজের আজ প্রথম দিন মঙ্গলবার এর নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মোরেলগঞ্জ বাজার চাউলা পট্টি জামে মসজিদের ইমাম ও খতিব প্রভাষক মাওলানা মোহাম্মদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র অ্যাডভোকেট মে. মনিরুল হক তালুকদার, মোরেলগঞ্জ ইমাম সমিতির প্রধান সমন্বয়কারী মাওলানা আবদুল হাই, সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম।

পৌর শহরের ৯টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ইমাম-খতিবসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলনান ইস্তস্কার নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে চোখের পানি ফেলে ফেলে বৃষ্টির কামনায় ফরিয়াদ করেন। আগামী ২ দিনও এ নামাজ অনুষ্ঠিত হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম