Logo
Logo
×

সারাদেশ

ভোটারদের মধ্যে টাকা দেওয়া বন্ধে মাইকিং

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ১০:৫৩ পিএম

ভোটারদের মধ্যে টাকা দেওয়া বন্ধে মাইকিং

বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন আর মাত্র ৫ দিন বাকি। নানা প্রতিশ্রুতির মধ্যেই জমে উঠেছে নির্বাচনের প্রচার-প্রচারণা। উঠান বৈঠক ও জনসমাবেশে প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটারদের মধ্যে প্রার্থীর টাকা দেওয়া বন্ধে সমগ্র ইউনিয়নে মাইকিং করে জানিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সেলিম রেজা।

অভিযোগ রয়েছে, মোতাহার উদ্দিন মৃধা ও আবুল বাশার নয়ন মৃধা ভোটারদের মধ্যে কালো টাকা ছড়াচ্ছেন। ৯ প্রার্থীর মধ্যে আবুল বাশার নয়ন মৃধা একটি হত্যা মামলায় জেলহাজতে আছেন। তবে তার স্বজনরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীদের টাকা দেওয়া বন্ধে মাইকিং করা হবে বলে জানান নির্বাচন অফিসার সেলিম রেজা।
 
চেয়ারম্যান প্রার্থী মোতাহার উদ্দিন মৃধা বলেন, গত ১৩ বছর জনগণের পাশে থেকে সেবা দিয়েছি। আশা করি জনগণ আমার সেবার মূল্য দেবে। 

চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধার ভাই কামরুজ্জামান হিরু মৃধা বলেন, নির্বাচনে প্রভাবিত করতেই আমার ভাইকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। তারপরও আমার প্রচার প্রচারণ চালিয়ে যাচ্ছি। আশা করি জনগণ অন্যায়ের জবাব দেবে।

চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম মিঠু মৃধা বলেন, টাকা দেওয়া বন্ধে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। টাকা বন্ধ হলে অবশ্যই আমি জয়ী হব।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা সেলিম রেজা বলেন, সুষ্ঠু নির্বাচন করতেই সব পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রার্থীদের টাকা দেওয়া বন্ধে দ্রুত সমগ্র ইউনিয়নে মাইকিং এবং পুলিশ প্রহরা বৃদ্ধি করা হবে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম