Logo
Logo
×

সারাদেশ

প্রবাসীর স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, স্বামী কারাগারে

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ১০:২০ পিএম

প্রবাসীর স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, স্বামী কারাগারে

মুলাদীতে প্রবাসীর স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা অভিযোগে থানায় মামলা হয়েছে। গত রোববার রাতে নিহতের বাবা বাদী হয়ে মুলাদী থানায় মামলা করেন। এর আগে ১৯ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের পাতারচর লক্ষ্মীপুর গ্রামের সুজন সরদারের স্ত্রী মাছুমা আক্তার মারা যান। মাছুমা উপজেলার চরপদ্মা গ্রামের লিটন কাসিতের মেয়ে। স্বামী ও শ্বশুর পারিবারের লোকজন তাকে বিষ খাইয়ে হত্যা করেছে বলে দাবি করেছেন তার বাবা লিটন কাসিত। তবে মাছুমার স্বামী ও শ্বশুর পরিবারের দাবি, সে বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানা পুলিশ মাছুমার স্বামী সুজন সরদারকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

জানা গেছে, প্রায় আড়াই মাস আগে পারিবারিকভাবে কুয়েত-ফেরত সুজন সরদারের সঙ্গে মাছুমার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী, শ্বশুর ও শাশুড়ি মাছুমাকে অপছন্দ করে বিভিন্নভাবে মানসিক নির্যাতন শুরু করেন। ১৮ এপ্রিল রাতে মাছুমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করলে সে বিষয়টি মোবাইল ফোনে বাবা-মাকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে তার স্বামী ও শাশুড়ি ১৯ এপ্রিল সকালে বিষ খাওয়ায়। ওই সময় পার্শ্ববর্তী লোকজন জেনে ফেললে তারা বিষয়টি আত্মহত্যা বলে প্রচার করে গোসাইরহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মাছুমাকে মৃত ঘোষণা করেন। পরে শরীয়তপুর জেলা হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে দাফন করা হয়। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে সুজন সরদারকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম