দাবদাহ: দেওয়ানগঞ্জ কিন্ডার গার্টেন ও কওমি মাদ্রাসার ক্লাস চলছে
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ১১:১৯ পিএম
চলমান দাবদাহ শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় ২১ এপ্রিল রোববার থেকে তীব্র গরমের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধীনে সব স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীভূত সারা দেশের কলেজ মাদ্রাসার ক্লাসও বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্ডার গার্টেন ও কওমি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত না থাকায় কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোও প্রচণ্ড গরমে ক্লাস চালিয়ে যাচ্ছে।
রোববার দেওয়ানগঞ্জ পৌরসভা এলাকাসহ বেশ কয়েকটি কিন্ডার গার্টেন সরজমিনে ঘুরে দেখা যায়, টিনসেড ক্লাসে পাঠদান চলছে। রোদে শিক্ষার্থীরা মাঠে দৌড় ঝাঁপ করছে। অভিভাবকরা ক্ষোপ প্রকাশ করে বলেন, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে সরকার। অথচ কিন্ডার গার্টেন পরীক্ষার দোহায় দিয়ে ক্লাস নিচ্ছে।
আজিজা রোজ বার্ড কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ নুরুন্নাহার বেগম জানান, স্কুলে পরীক্ষা চলছে, ১০টার মধ্যে ক্লাস ছুটি দেওয়া হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান আকন্দ জানান, সরকার সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান গরমের কারণে বন্ধ করেছে, গরমে একটি ছাত্রের ক্ষতি হলে সরকারের বদনাম হবে, অথচ এরা শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে ক্লাস নিচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বন্ধ ঘোষণা পত্রে কিন্ডার গার্টেন বন্ধের বিষয় উল্লেখ নেই। তারপরেও ডিসি স্যারের সঙ্গে এ বিষয়ে কথা বলব।