Logo
Logo
×

সারাদেশ

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০৭:৫২ এএম

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

নওগাঁ মহাদেবপুরে সড়ক দুর্ঘটায় আহত হয়ে ৩৯ দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আই.সি.ইউতে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শনিবার রাত ৯টা ২৬ মিনিটে মারা গেছেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন (৬০)।

তিনি দীর্ঘদিন থেকে বাংলাদেশ আ.লীগ মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১২ মার্চ রাত ১০ টার দিকে উপজেলার তেরো মাইল নামক স্থানে একটি বালুবাহী ডাম্পট্রাকের সাথে উপজেলা চেয়ারম্যানের জীপ গাড়ীটির মুখোমুখী সংঘর্ষ ঘটে।

এ দুর্ঘটনায় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, তার ছেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশআরী, জীপের চালক সবুজ হোসেন, আনিসুর রহমানসহ ৪ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আহসান হাবীবের আবস্থা আশংকাজনক হওয়ায় অপারেশন শেষে আই.সি.ইউতে রেখে তার চিকিৎসা চলছিল। শনিবার সবাইকে কাদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান ভোদন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম