টাঙ্গাইলে যমুনা ফ্রিজ কিনে টেলিভিশন পেলেন সেনা সদস্য
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ১১:২২ পিএম
টাঙ্গাইলে যমুনা ফ্রিজ কিনে স্মার্ট টেলিভিশন উপহার পেলেন সাবেক সেনা সদস্য মো. গাজীউর রহমান। শনিবার বিকালে শহরের ময়মনসিংহ রোডের যমুনা প্লাজা থেকে তাকে আনুষ্ঠানিকভাবে স্মার্ট টেলিভিশনটি তুলে দেওয়া হয়। গাজীউর রহমান টাঙ্গাইলের নাগরপুরের সলিমাবাদ ইউনিয়নের ঘুনীপাড়ার বাসিন্দা।
এ সময় উপস্থিত ছিলেন হেড অব সেলস প্লাজা অপারেশন আব্দুল্লাহ আল মোর্শেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্র্যান্ড ডেভেলপমেন্ট সাবিরুল ইসলাম, ব্র্যান্ড ডেভেলপমেন্ট শরিফুল ইসলাম, এরিয়া ম্যানেজার নাসির উদ্দিন, টাঙ্গাইলের প্লাজা ম্যানেজার মো. কাওসার আহমেদ প্রমুখ।
টাঙ্গাইলের প্লাজা ম্যানেজার মো. কাওসার আহমেদ জানান, গাজীউর রহমান ১৬ এপ্রিল ৩০০ লিটারের একটি ডিপ ফ্রিজ কিনেছিলেন। পরে রেজিস্ট্রেশনের মাধ্যমে চলমান ঈদে ডাবল খুশি অফারে তিনি ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন উপহার পান।
ক্রেতা মো. গাজীউর রহমান বলেন, দুই বছর আগে একটি যমুনার ফ্যান কিনেছিলাম। ফ্যানের সার্ভিস অনেক ভালো। তারপর থেকে আমরা যমুনার পণ্যই ব্যবহার করি। এবার ঈদ উপলক্ষ্যে ফ্রিজ কিনেছি। তবে ফ্রিজ কিনে টেলিভিশন পাব তা কল্পনাও করিনি। টেলিভিশনটি পেয়ে আমি অনেক খুশি।
হেড অব সেলস প্লাজা অপারেশন আব্দুল্লাহ আল মোর্শেদ বলেন, বর্তমানে সারা দেশে আমাদের ঈদে ডাবল খুশি অফার চলছে। সেই অফারে অসংখ্য মানুষ মোটরসাইকেল, টেলিভিশনসহ অসংখ্য পুরস্কার পাচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার টাঙ্গাইলে উপহারটি তুলে দেওয়া হলো।