Logo
Logo
×

সারাদেশ

ফের আগুনে পুড়ল ৫০ বিঘা পানের বরজ

Icon

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৮:৫২ পিএম

ফের আগুনে পুড়ল ৫০ বিঘা পানের বরজ

ভেড়ামারায় আবারো বরজে আগুনের ঘটনা ঘটেছে।  শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি খুশিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আগুনে প্রায় ৫০ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।  তিন ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাটুয়াকান্দির ফরজ আলী ফরাজির বরজে আগুনের সূত্রপাত হয়। তীব্র দাবদাহের কারণে দ্রুততম সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সঙ্গে এলাকাবাসী চেষ্টা করে তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫০ বিঘা বরজ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ কোটি টাকা।

ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে শ্রমিকদের অসাবধানতা ও তীব্র দাবদাহের কারণে এ ঘটনা ঘটতে পারে। কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুণ্ডু বলেন, উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করার জন্য। আমরা সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ব্যবস্থা করব।

এর আগে শুক্রবার বিকালে দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায় ১০-১২ বিঘা পানের বরজ পুড়ে যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম