Logo
Logo
×

সারাদেশ

ছাতকে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৮:৪৭ এএম

ছাতকে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি 

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারের ইজারা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের আশঙ্কায় শনিবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

শুক্রবার রাতে সংঘর্ষ এড়াতে ফৌজদারি কার্যধারার এক আদেশে ১৪৪ ধারা জারি করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না।

গোলাম মুস্তাফা মুন্না স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ছাতক উপজেলার ‘জাউয়াবাজার’ ইজারা কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এতে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। তাই ওই এলাকার নিরাপত্তার স্বার্থে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজস্ব ক্ষমতাবলে ১৪৪ ধারা জারি করা হয়।

আদেশে আরও উল্লেখ করা হয়, এই সময় ওই এলাকায় সব প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, ৫ (পাঁচ) বা তার অধিকসংখ্যক ব্যক্তির একত্র চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ থাকবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম