শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা, গ্রেফতার ২
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৭:০৯ পিএম
ফরিদপুরের মধুখালীতে শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যার ঘটনায় পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর সদস্যরা।
বুধবার সন্ধ্যায় ফরিদপুর র্যাব-১০ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই দুই আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে মঙ্গলবার ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জেলার মধুখালী উপজেলার দীঘলিয়া এলাকার মো. শরিফুল শেখ (২০) ও মোসা. তিথি বেগম (৬২)।
র্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কেএম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় দুলাভাই নিজামউদ্দিন হত্যা মামলার ৫নং ও ৬নং পলাতক আসামি শরিফুল শেখ ও তিথি বেগমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২১ মার্চ শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাই নিজামউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনার একদিন পর মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।