Logo
Logo
×

সারাদেশ

রাতভর গানের অনুষ্ঠান করে ফিরছিলেন পাগল হাসান

Icon

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০২:৪০ পিএম

রাতভর গানের অনুষ্ঠান করে ফিরছিলেন পাগল হাসান

অনুষ্ঠান করে ফেরার পথে সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সংগীতশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান। 

তিনি কালারুকা ইউনিয়নের শিমুলতলা-মুক্তিরগাঁও গ্রামের মৃত দিলশাদ মিয়ার ছেলে। তার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় থাকা অন্য যাত্রী আব্দুস সাত্তারও দুর্ঘটনায় মারা গেছেন। তিনি শিমুলতলা-মুক্তিরগাঁও গ্রামের আহাদ আলীর ছেলে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা ব্রিজসংলগ্ন টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একই গ্রামের লায়েছ মিয়া, রুপন মিয়া ও জাহাঙ্গীর আলমকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, দোয়ারাবাজারের একটি এলাকায় গানের অনুষ্ঠান করে সকালে বাড়ি ফিরছিলেন। পথে ছাতক গোলচত্ত্বর এলাকায় চা নাস্তা করে আবারো সিএনজিচালিত অটোরিকশায় করে অন্য গাড়িতে কয়েকজন আত্মীয়কে এগিয়ে দিতে দোয়ারাবাজারের দিকে যাচ্ছিলেন তারা।

এ সময় বিপরীতগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পাগল হাসান ও আব্দুস সাত্তার।

ছাতক থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম