Logo
Logo
×

সারাদেশ

বর্ষবরণ উপলক্ষে ১৭ কিমিজুড়ে সাইকেল শোভাযাত্রা

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৫ পিএম

বর্ষবরণ উপলক্ষে ১৭ কিমিজুড়ে সাইকেল শোভাযাত্রা

ব্যতিক্রমী বর্ষবরণে মেতে ওঠেন গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রছাত্রী, অভিভাবকসহ আশপাশের ১১ গ্রামের মানুষ। বিদ্যালয় চত্বর থেকে বাইসাইকেল চালিয়ে প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে সবাই নতুন বছরকে স্বাগত জানান।

জেলা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে বিদ্যালয়টির অবস্থান হলেও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে ওই বিদ্যালয়ের।

জানা যায়, বাইসাইকেল চালিয়ে প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে সবাই নতুন বছরকে স্বাগত জানান। তারা গুয়াখোলা, হাতিয়াড়া, বাকড়ী, দোগাছী, রঘুরামপুর, কমলাপুর, বেনাহাটি, মালিয়াট, বাকলীসহ ১১টি গ্রাম ঘুরে নববর্ষ উদযাপন করে। গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় দিবসসহ যেকোনো উৎসব অনুষ্ঠানে সবসময় ব্যতিক্রমী আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এবার নববর্ষে বাইসাইকেলযোগে গ্রামাঞ্চলে ঘুরে সবাইকে আনন্দ দিয়েছেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিখা রানী মল্লিক, শিক্ষক তাপস পাঠক, কৃষ্ণ গোপাল রায়, সুকান্ত গোস্বামী, শিবানী রানী দাসসহ অন্যরা বলেন, নববর্ষে বাইসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে পালকি, লাঙ্গলসহ বিভিন্ন গ্রামীণ ঐহিত্য তুলে ধরা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, পরিবেশবান্ধব বাইসাইকেল চালিয়ে ছাত্রছাত্রীরা নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করে। এরই ধারাবাহিকতায় বাইসাইকেলে নতুন বছরকে বরণ করা হয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পথচারী, যানবাহন চালকসহ সাধারণ যাত্রীরাও সহযোগিতা করেন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম