Logo
Logo
×

সারাদেশ

বিয়ে খেতে এসে পদ্মায় নিখোঁজ, ২৩ ঘণ্টা পর মিলল ২ শিশুর লাশ

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০২:১৯ পিএম

বিয়ে খেতে এসে পদ্মায় নিখোঁজ, ২৩ ঘণ্টা পর মিলল ২ শিশুর লাশ

রাজশাহীর বাঘায় বিয়ে খেতে এসে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ ২৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের লক্ষ্মীনগর পদ্মা নদী এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়ার মানিকের চরে আবদুল মান্নানের মেয়ে হালিমা খাতুনের ঈদের পরের দিন বিয়ে খেতে আসে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার চর এলাকার বাসিন্দা আবুল কাশেম মণ্ডলের মেয়ে জান্নাতি খাতুন (৯) এবং চুয়াডাঙ্গার জয়দেবপুরের পাটঘাট গ্রামের মনির উদ্দিনের মেয়ে ঝিলিক খাতুন (১০)। পরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় তারা। 

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়েনের চৌমাদিয়া চরের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুর রহমান বলেন, এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ৭ ঘণ্টা অভিযান চালিয়েও ওই দুই শিশুর সন্ধান পায়নি। পরের দিন ভাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম