Logo
Logo
×

সারাদেশ

জোর করে মদ খাওয়ায় বন্ধুরা, ২ দিন পর স্কুলছাত্রের মৃত্যু

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ১২:১১ পিএম

জোর করে মদ খাওয়ায় বন্ধুরা, ২ দিন পর স্কুলছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গায় অতিরিক্ত মদপানে হামিম হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

হামিম চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের কৃষক মহিবুল ইসলামের ছেলে। সে স্থানীয় আরাফাত হোসেন স্মরণী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র ছিল। 

হামিমের নানা মিনাজ উদ্দিন বলেন, সোমবার (৮ এপ্রিল) রাতে ৮ বন্ধু হামিমকে নিয়ে যায়। এরপর স্থানীয় আরাফাত হোসেন স্মরণী বিদ্যাপীঠের পাশে একটি মাঠে সবাই মিলে মদপান করে। এ সময় জোরপূর্বক হামিমকে অতিরিক্ত মদপান করালে সে অসুস্থ হয়ে পড়ে। পরে হামিম মারা গেছে ভেবে বন্ধুরা তাকে ফেলে চলে যায়। পরদিন মঙ্গলবার ভোরে হামিমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঈদের দিন সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আমার নাতি হামিম মারা যায়।

দর্শনা থানা পুলিশের ওসি বিপ্লব কুমার সাহা বলেন, আমরা আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হামিমের মরদেহ হস্তান্তর করেছি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম