Logo
Logo
×

সারাদেশ

ফুফাতো বোনকে নিয়ে টিকটক বানাতে গিয়ে ডুবে মৃত্যু কিশোরের

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ০৯:৫৭ পিএম

ফুফাতো বোনকে নিয়ে টিকটক বানাতে গিয়ে ডুবে মৃত্যু কিশোরের

টিকটকের ভিডিও বানাতে গিয়ে কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা নদীতে ডুবে সোহাগ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে তিস্তা নদী থেকে তার লাশ উদ্ধার করে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোহাগ রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোহাগ তার ফুফাতো বোনকে নিয়ে টিকটক বানানোর উদ্দেশ্যে নদীতে গোসল করতে নামে। এসময় তার সঙ্গে আরও দুই বন্ধু ছিল। টিকটকের ভিডিও ধারণের সময় সোহাগ পানিতে নেমে গোসল করছিল। গোসলের এক পর্যায়ে অন্যরা নিজেদের মতো তীরে চলে এলেও সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নদীর পাড়ে গিয়ে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা ২ ঘণ্টা পর সোহাগের লাশ উদ্ধার করে।

রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিস্তা নদী থেকে সোহাগ নামে এক কিশোরের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম