Logo
Logo
×

সারাদেশ

যুবকের পায়ুপথে ডাব, অস্ত্রোপচারে অপসারণ 

Icon

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি 

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ০৭:৩৯ পিএম

যুবকের পায়ুপথে ডাব, অস্ত্রোপচারে অপসারণ 

চাঁদপুরের শাহরাস্তিতে ৪৫ বছর বয়সি এক যুবকের পায়ুপথে অস্ত্রোপচার করে ৬ ইঞ্চি একটি ডাব অপসারণ করা হয়েছে। 

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

পরে উপজেলার ওয়ারুক বাজারে একটি হাসপাতালে অস্ত্রোপচোর করে চিকিৎসকরা ডাবটি অপসারণ করতে সক্ষম হন।
 
হাসপাতাল ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, ওই যুবকের পায়ুপথে দুর্ঘটনাবশত একটি ডাব প্রবেশ করে। পরে এক্সরে করে ডাবটি অনেক বড় দেখলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ উল হাসান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের একটি টিম এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করতে সক্ষম হন। 

রোগীর স্বজন মো. শেখ ফরিদ জানান, অপারেশনের পর বের হওয়া ডাবের আকার দেখে তিনি আশ্চর্য হয়ে যান। তবে কীভাবে ডাব পায়ুপথে প্রবেশ করল সে বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি।  

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আরিফ উল হাসান জানান, দুর্ঘটনাবশত রোগীর মলদ্বার দিয়ে ডাবটি ঢুকে যায়। আমরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করতে সক্ষম হই। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম