Logo
Logo
×

সারাদেশ

গঙ্গা স্নানে গিয়ে স্রোতে ভেসে গেল স্কুলছাত্র

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ০৫:০৯ পিএম

গঙ্গা স্নানে গিয়ে স্রোতে ভেসে গেল স্কুলছাত্র

নলছিটিতে দাদির সঙ্গে গঙ্গা স্নানে গিয়ে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্র স্রোতে ভেসে গেছে। শনিবার বেলা ১১টার দিকে পৌর এলাকার কলবাড়ী সংলগ্ন সুগন্ধা নদীর তীরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নলছিটি পৌর এলাকার স্টুডিও ব্যবসায়ী শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলে আদিত্য চক্রবর্ত্তী (৭) তার দাদির সঙ্গে গঙ্গা স্নানের জন্য নদীর তীরে আসে। এসময় তার দাদি স্নানে ব্যস্ত থাকায় পা পেছলে আদিত্য নদীতে পরে যায়। দাদি তাকে ধরার চেষ্টা করলেও রাখতে পারেননি; স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। 

স্থানীয়রা জানান, নদীর ওই অংশের গভীরতা অনেক। তবে তীর থেকে সেটা বোঝার উপায় নেই; দেখলে মনে হবে ঢালু চর। তাই এখানে স্রোতের তীব্রতা অনেক বেশি যার কারণেই ছেলেটি স্রোতের টানে পানির নিচে চলে গেছে।

খবর পেয়ে বরিশাল সদর থেকে একটি ডুবুরি দলের টিম বেলা সাড়ে ১১টার দিকে নলছিটি এসে পৌঁছেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা তল্লাশি চালাচ্ছেন। নিখোঁজ আদিত্য স্থানীয় বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে লেখা পড়া করত বলে জানা গেছে। 

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, আমাদের পুলিশ সেখানে অবস্থান করছে। এছাড়া নলছিটি ফায়ার সার্ভিস ও বরিশাল সদর থেকে আসা ডুবুরি দল উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম