ওজু করতে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ০১:৫৮ এএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সুলতান সরদার (৪০) নামে এক যুবক পানিতে ডুবে মারা গেছেন।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নেত্রাবতী বটতলা জামে মসজিদ সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
তিনি উপজেলার ডোরাবতী গ্রামের মৃত দোয়বক্স সরদারের ছেলে।
নিহতের ভাই আ. বারেক সরদার জানান, নামাজের জন্য ওজু করতে গেলে পুকুরে পড়ে সুলতান সরদার। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।