Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে সাউন্ড বক্স বাজানো, আতশবাজি-পটকা ফোটানো নিষিদ্ধ

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ১০:৫৭ পিএম

ফরিদপুরে সাউন্ড বক্স বাজানো, আতশবাজি-পটকা ফোটানো নিষিদ্ধ

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে ফরিদপুরে সাউন্ড বক্স বাজানো, আতশবাজি-পটকা ফোটানো এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে নিষেধাজ্ঞা না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

মঙ্গলবার ফরিদপুরের জেলা প্রশাসনের জারিকৃত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।  

জনসাধারণের উদ্দেশ্যে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার।

ওই গণবিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখ উপলক্ষে সাউন্ড বক্স বাজানো, পটকা ও আতশবাজি ফোটানো ও ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। একইসঙ্গে এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম