Logo
Logo
×

সারাদেশ

ঈদের খরচ না দেওয়ায় প্রবাসী স্ত্রীর কাণ্ড

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০৬:৩২ পিএম

ঈদের খরচ না দেওয়ায় প্রবাসী স্ত্রীর কাণ্ড

প্রবাসী স্বামী ঈদের খরচ না দেওয়ায় ফরিদপুরের ভাঙ্গায় ঈশিতা বেগম নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে সোমবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ গ্রামের নিহতের স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসে।

ঈশিতা বেগম (২৩) ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী শরিফুল বেপারীর স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে প্রবাসী শরিফুল বেপারী ও তার স্ত্রী ঈশিতার সঙ্গে ঈদের টাকা পাঠানো নিয়ে মোবাইলে ঝগড়া হয়েছিল। পরে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গেও এ বিষয় নিয়ে ঝগড়া হয়। সোমবার বিকালে রান্নাঘরের পাশে গাব গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঈশিতা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পান শাশুড়ি শুকুরন বেগম। তার চিৎকারে বাড়ির পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতাল ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায় ঈশিতা। রাতে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভাঙ্গা থানার এসআই মো. মোশাররফ হোসেন বলেন, সোমবার সন্ধ্যার দিকে খবর পেয়ে নুরুল্লাগঞ্জ গ্রাম থেকে ঈশিতা বেগমের লাশ উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসি। মঙ্গলবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম