Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে ২ টাকার ঈদবাজার পেলেন নিম্নআয়ের মানুষ

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ১১:১৯ পিএম

কিশোরগঞ্জে ২ টাকার ঈদবাজার পেলেন নিম্নআয়ের মানুষ

কিশোরগঞ্জে দুই টাকায় ঈদবাজার পেলেন শহরের নিম্নআয়ের তিনশত দরিদ্র মানুষ। ডাল, সেমাই, তেল, সাবান, পোলার চাল, শাড়ি, লুঙ্গিসহ ঈদুল ফিতরের প্রয়োজনীয় পণ্য ক্রয় করে অন্যরকম ঈদ আনন্দ নিয়ে বাড়ি ফেরেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ। 

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল করিম ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং কিশোরগঞ্জ জেলা সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়ক এনায়েত করিম অমির ব্যাবস্থাপনায় শহরের বিন্নগাঁও এলাকায় অবস্থিত নিজ বাড়িতে পঞ্চমবারের মতো এ ঈদবাজারের আয়োজন করা হয়।

সোমবার পঞ্চমবারের মতো আয়োজিত এ ভিন্ন ধরনের ঈদবাজার পরিচালনায় অর্ধ শতাধিক নারী-পুরুষ সেচ্ছাসেবী অংশ নেন। এ সময় দুই টাকায় ঈদবাজার করতে আসা লোকজনকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ব্যবস্থাপক এনায়েত করিম অমি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম