কারাভোগ শেষে দেশে ফিরলেন তরুণ-তরুণী
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ১০:৪২ পিএম
![কারাভোগ শেষে দেশে ফিরলেন তরুণ-তরুণী](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/04/08/image-793801-1712594565.jpg)
অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক হওয়া দুই বাংলাদেশি তরুণ-তরুণী কারাভোগ শেষে সোমবার দেশে ফিরেছেন।
তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পাইরাকান্দি জীবনগঞ্জ বাজার এলাকার শামসুল হকের ছেলে মাসুদ মিয়া ও কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে সাথী আক্তার। ভারতের ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় সোমবার আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন সীমান্ত দিয়ে তারা দেশে ফেরেন।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রাহাতুল ইসলামের কাছে তাদের হস্তান্তর করেন ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা চঞ্চল কুমার দে। দেশে ফেরা মাসুদ ও সাথী জানান, ঘুরতে গিয়ে ভুল করে তারা পৃথকভাবে ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তপথে ভারতে প্রবেশ করে। পরে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে কারাগারে পাঠায়।