Logo
Logo
×

সারাদেশ

সিলেটে প্রস্তুত হচ্ছে শাহি ঈদগাহ, পরিদর্শন করলেন সিটি মেয়র

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ১০:৪৯ পিএম

সিলেটে প্রস্তুত হচ্ছে শাহি ঈদগাহ, পরিদর্শন করলেন সিটি মেয়র

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ প্রস্তুত করা হচ্ছে। রোববার দুপুরে সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী শাহী ঈদগাহ প্রাঙ্গণের প্রস্তুতি কাজ পরিদর্শন করেন।

এ সময় মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটের শাহী ঈদগাহ আমাদের ঐতিহ্যের প্রতীক। ৭০০ বছরেরও পুরোনো ঐতিহ্যকে ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব।

তিনি বলেন, শাহি ঈদগাহ কমিটি এখানকার ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন, সিটি করপোরেশন তাদের সহযোগিতা করে। এ ঈদগাহসহ পুরো সিলেট নগরীকে পরিষ্কার ও সুন্দর রাখা সব নাগরিকের দায়িত্ব। সেই দায়িত্ব সবাইকে যথাযথভাবে পালন করতে হবে। তবেই স্মার্ট পরিচ্ছন্ন নগরী গড়ে উঠবে।

ঈদের জামাতে আইনশৃঙ্খলা ও মুসল্লিদের জন্য সিসিকের কী ধরনের ব্যবস্থা থাকবে এমন প্রশ্নের জবাবে মেয়র জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিলেটের জেলা প্রশাসক, পুলিশসহ সিসিকের সকল কর্মকর্তা স্ব স্ব দায়িত্ব পালন করছেন। আশা করছি ভাল একটি ব্যবস্থা হবে।

নগরবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব নেওয়ার পর এটি আমার প্রথম ঈদ। এই ঈদটি বিশেষ গুরুত্ব বহন করে। আমি সবাইকে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আহবান জানাই।

শাহি ঈদগাহের মুতাওয়াল্লি মো. শফিক বখত জানান, এবারের ঈদের একমাত্র জামাত সকাল ৮টায় শুরু হবে। সবাইকে সময়মত ঈদগাহে উপস্থিত হবার বিষয়ে সতর্ক হতে হবে। যদি বৃষ্টি হয় তাহলে আশেপাশের মসজিদে নামাজ হবে। শাহি ঈদগাহেও নামাজ যথারীতি অনুষ্ঠিত হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, স্থানীয় কাউন্সিলর রাশেদ আহমদ, মোতাওয়াল্লি মো.  শফিক বখত, সহকারী মুতাওয়াল্লি ফয়জুল আনোয়ার আলাউর, কামরান আহমদ কামাল, মখলিছুর রহমান বাবলু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য জুবের খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম