Logo
Logo
×

সারাদেশ

ইফতারের সময় ভাঙ্গায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ১০:১৪ পিএম

ইফতারের সময় ভাঙ্গায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

ইফতারের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুর ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা গ্রামে ২ দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন গ্রামবাসী আহত হয়েছেন।

শনিবার ইফতারের মুহূর্তে সরোয়ার শেখ ও সাহাবুদ্দুদিন মোল্লা গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সংঘর্ষে গুরুতর আহত ৯ জনকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ২ জনকে ভাঙ্গা হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার শরিফাবাদ হাটে শাহাবুদ্দিন খাজনা ওঠাচ্ছিলেন। এ সময় সরোয়ার শেখের দলের মিঠুন শাহাবুদ্দিনকে বলে তুমি ভিক্ষা উঠাচ্ছিস। এই নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির পর হাতাহাতি হয়। এছাড়া ২ দলের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা চলে আসছিল।

এসব নিয়ে দুইজন দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সরোয়ার দলের লোকজন শাহাবুদ্দিন বাড়িতে হামলা করে। হামলায় শাহাবুদ্দিনসহ বেশ কয়েকজন লোক আহত হয়। তখন শাহাবুদ্দিনের লোকজনও পাল্টা হামলা করলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

ভাঙ্গা থানার ওসি মামুন আল রশিদ জানান, বিবিরকান্দা গ্রামে পূর্বশত্রুতা ও খাজনা উঠানোর নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় মামলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম