রৌমারীতে সাংবাদিককে মারধর
পাঁচ দিনেও গ্রেফতার হননি সেই আ.লীগ নেতাসহ আসামিরা
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৮:১২ পিএম
রৌমারীতে আনিছুর রহমান নামের এক সাংবাদিককে পেটানোর ঘটনায় যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাখাওয়াত হোসেন সবুজসহ তার দুই সঙ্গীর নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন-চারজনের নামে মামলা করা হয়। ঘটনার দিন মঙ্গলবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দেন নির্যাতনের শিকার ওই সাংবাদিক। এ ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
অন্য আসামিরা হলেন-একই এলাকার ছক্কু মিয়ার ছেলে নুরুন্নবী ও মৃত আইনুদ্দিনের ছেলে জাকির হোসেন। নির্যাতনের শিকার আনিছুর রহমান দৈনিক সংবাদের রৌমারী উপজেলা প্রতিনিধি। জানা গেছে, সাংবাদিক আনিছুর রহমান মঙ্গলবার রাতে তারাবির নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে কর্তিমারী বাজারে তার ওপর হামলা চালান আ.লীগ নেতা সাখাওয়াত হোসেন সবুজ, নুরুন্নবী ও জাকির হোসেন। একপর্যায়ে বেধড়ক মারধরসহ শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় তাকে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নির্যাতনের শিকার সাংবাদিক আনিছুর রহমান বলেন, যাদুরচর ইউনিয়ন আ.লীগ সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ ও মাদক কারবারি নুরুন্নবীসহ তাদের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেন। তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।