Logo
Logo
×

সারাদেশ

বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ইঞ্জিন বিকল, ২৭ জেলে উদ্ধার

Icon

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ১১:২৪ পিএম

বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ইঞ্জিন বিকল, ২৭ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং ট্রলারসহ ২৭ বাংলাদেশি জেলে উদ্ধার হয়েছে। ভারতীয় কোস্টগার্ড তাদের উদ্ধার করে উভয় দেশের সমুদ্র সীমারেখায় কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) কাছে হস্তান্তর করে। শুক্রবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ১ এপ্রিল  চট্টগ্রামের কুতুবদিয়া থেকে ‘এফভি সাগর-০২’ নামে একটি ফিশিং বোট ২৭ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশে গভীর সমুদ্রে যায়। মাছ ধরা অবস্থায় ৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়। এক পর্যায়ে স্রোতের টানে ভাসতে ভাসতে বঙ্গোপসাগরের দেশীয় জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। পরে ভারতীয় কোস্টগার্ড জাহাজ ‘আইসিজিএস আমোঘ’ বোটসহ জেলেদের উদ্ধার করে এবং বাংলাদেশ কোস্টগার্ডকে অবহিত করে। উভয় দেশের দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় ভারতীয় কোস্টগার্ড বৃহস্পতিবার ২৭ জন জেলেসহ বোটটিকে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামানের কাছে হস্তান্তর করে। শুক্রবার সকাল ৫টায় সমুদ্রের ফেয়ারওয়ে বয়া এলাকায় বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম