সিলেটে শহিদ মুক্তিযোদ্ধার ভাতিজাকে কুপিয়ে হত্যা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ১১:০৭ পিএম
![সিলেটে শহিদ মুক্তিযোদ্ধার ভাতিজাকে কুপিয়ে হত্যা](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/04/05/image-792775-1712336843.jpg)
সিলেটের জালালাবাদের দখড়ি গ্রামে মুক্তিযুদ্ধে শহিদ আজমান আলীর পরিবারের এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে বহুল আলোচিত সাজিদ বাহিনীর সদস্যরা। নিহত নাম তাজুল ইসলাম (৪০) দখড়ি গ্রামের উস্তার আলীর ছেলে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৩১ মার্চ সন্ধ্যা ৬টার দিকে তাজুলসহ পরিবারের চার সদস্যকে কুপিয়ে জখম করে উত্তর সিলেটের বহুল আলোচিত সাজিদ বাহিনী। নিহত তাজুল শহিদ মুক্তিযোদ্ধা আজমান আলীর আপন ভাতিজা। এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা হয়েছে। বেপারোয়া সাজিদ বাহিনীর পুনঃউত্থানে এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহতের চাচা আজবর আলী জানান, সাজিদ বাহিনী শহিদ আজমান আলীর পরিবারের বেশ কিছু জমি জবরদখল করে রাখে। সম্প্রতি আরও কিছু জমি দখলে নেওয়ার চেষ্টা করছে। এর জেরে ৩১ মার্চ আমার ওপর সাজিদ আলীর নেতৃত্বে মাখন, দুদু, আমীরসহ কয়েকজন হামলা চালায়। এসময় আমাকে বাঁচাতে ছেলে জামাল ও ভাতিজা তাজুল এগিয়ে এলে তাদেরকেও গুরুতর আহত করে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, চার-পাঁচদিন আগে মারামারির ঘটনায় মামলা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।