Logo
Logo
×

সারাদেশ

নবীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক 

Icon

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ১১:০৪ পিএম

নবীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক 

নবীগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষ্যে গরিব-অসহায়দের মাঝে চাল বিতরণকে কেন্দ্র করে ইউপি মেম্বার ও মহিলা মেম্বারের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আল আমিন নামে একজনকে সিলেট প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবনে গরিব-অসহায়দের মাঝে চাল বিতরণকে কেন্দ্র করে মান্দারকান্দি গ্রামের ইউপি মেম্বার আব্দুল হাই ও মহিলা মেম্বার রাহেলা বেগমের মাঝে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুল হাই উত্তেজিত হয়ে রাহেলা বেগমকে চড়-থাপ্পড় মারলে রাহলো বেগমও আব্দুল হাইকে জুতাপেটা করেন। এ ঘটনার জেরধরে রাত ১১টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় উভয়পক্ষ দেশী অস্ত্রশস্ত্রসহ ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। 

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আমরা ঘটনাস্থলে আছি।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম