টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ১২:৫৭ এএম
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত যুবকের মরদেহ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বয়স আনুমানিক (২৮) বছর হবে বলে ধারণা করেছে পুলিশ। মরদেহটির গায়ে কালো রঙের শার্ট ও সাদা রঙের লুঙ্গি ছিল।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাতে জানাগেছে, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ দিকে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়ার হাবির ছড়া এলাকার সড়কে মরদেহটি দেখতে পায় পথচারীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, মরদেহটির পাশে একটি ব্যাটারিচালিত টমটম (ইজিবাইক) ও রক্তাক্ত চাকু পাওয়া গেছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। হয়ত তিনি পেশায় একজন টমটম চালক ছিলেন। এছাড়া মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন।