Logo
Logo
×

সারাদেশ

মনোহরদীতে স্বজন সমাবেশের ঈদসামগ্রী বিতরণ-ইফতার মাহফিল

Icon

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ১০:৪০ পিএম

মনোহরদীতে স্বজন সমাবেশের ঈদসামগ্রী বিতরণ-ইফতার মাহফিল

নরসিংদীর মনোহরদীতে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছে যুগান্তর স্বজন সমাবেশ। বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫০ জনের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়।

ঈদসামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, পোলাওয়ের চাল, তেল, দুধ, আলো, পেঁয়াজ, লবণ, কাপড় কাচার পাউডার ও সাবান।

স্বজন সমাবেশের মনোহরদী শাখার সভাপতি বাছেদুল আলম সরকারের সভাপতিত্বে এবং মনোহরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের মনোহরদী প্রতিনিধি হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়, শুকুন্দী ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান শামিম, বারিষাব ইউপি চেয়ারম্যান, আতাউজ জামান বাবলু, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহির, স্বজনের সহ-সভাপতি কামাল মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক, রেবা সুলতানা, সদস্য, ইসমাইল হোসাইন খান, নুরে আলম মাসুম, মানিক সাহা, হিরন মিয়া, রিংকু আক্তার, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি নাজমুল সাখাওয়াত বাবু, সহ-সভাপতি মোবারক মিয়া, আজকের পত্রিকার জাহিদুল ইসলাম, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি ফারুক আহমেদ।

ঈদসামগ্রী বিতরণকালে যুগান্তরের মনোহরদী প্রতিনিধি মো. হারুন-অর-রশিদ বলেন, আমাদের সামর্থ্য সীমাবদ্ধ। কিন্তু দেশের দুস্থ, অসহায় মানুষের সংখ্যা কম নয়। ‘যুগান্তর স্বজন সমাবেশ’ চায় দেশের সব পিছিয়ে পড়া মানুষরাও সচ্ছল হোক, স্বাবলম্বী হোক, আত্মকর্মী হোক। সংগঠনটির লক্ষ্য হলো একজন এগিয়ে থাকা ব্যক্তির সাহায্য পেয়ে পিছিয়ে পড়া একজন ব্যক্তিকে সামনের কাতারে নিয়ে আসার চেষ্টা করা। একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখা। স্বজন সমাবেশের পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ করছি। আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। 

ভালুকা উপজেলা চেয়ারম্যান বলেন, যুগান্তর স্বজন সমাবেশের প্রোগ্রামে এসে আমার নতুন একটি উপলব্ধি হয়েছে। তারা উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র মানুষদের শনাক্ত করে তাদের ঈদ উপহার দিয়ে ঈদকে প্রাণবন্ত করে তুলছেন; যা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। 

এদিকে ঈদসামগ্রী বিতরণ শেষে স্বজন সমাবেশের সব বন্ধুদের নিয়ে উপজেলা পরিষদ হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম