Logo
Logo
×

সারাদেশ

লাঙ্গলবন্দ স্নানোৎসবকে কেন্দ্র করে কোনো মেলা বসতে পারবে না

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ১০:১৮ পিএম

লাঙ্গলবন্দ স্নানোৎসবকে কেন্দ্র করে কোনো মেলা বসতে পারবে না

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতা বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান বন্দরের লাঙ্গলবন্দের আদি ব্রহ্মপুত্র নদের তীরে দুই দিনব্যাপী স্নানোৎসব শুরু হচ্ছে। স্নান উৎসবে অংশগ্রহণকারী তীর্থ যাত্রীদের চলাচলের সুবিধার্থে তীর্থস্থানের সড়কের দুই পাশে কোনো মেলা বসতে পারবে না। স্নান ঘাটের আশপাশে অস্থায়ী দোকানপাটও বসানো যাবে না।

তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়ে বলেন, তীর্থ যাত্রীরা যাতে সুষ্ঠু সুন্দর পরিবেশে স্নান সম্পন্ন করতে পারে সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে।

বুধবার বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে অষ্টমী স্নান উপলক্ষে বন্দর উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান এসব কথা বলেন।

বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার এমএ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মনিষা রাণী কর্মকার, বন্দর থানার ওসি গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, ছালিমা হোসেন শান্তা, বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, দেলোয়ার হোসেন প্রধান, মো. চাঁন মিয়া, নারায়ণগঞ্জ পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, পরিতোষ সাহা, শ্যামল সাহা, সুশীল দাস প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম