Logo
Logo
×

সারাদেশ

শিলাবৃষ্টির কারণে বিদ্যুৎ বন্ধ, প্রকৌশলীকে পেটালেন কাউন্সিলর

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ১০:৩৭ পিএম

শিলাবৃষ্টির কারণে বিদ্যুৎ বন্ধ, প্রকৌশলীকে পেটালেন কাউন্সিলর

সিলেটে শিলাবৃষ্টিতে অসংখ্য টিনের চাল ছিদ্র হয়ে গেছে, গাড়ি, বাসা-বাড়ি ও পানির ট্যাঙ্ক ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে একাধিক ফসলের মাঠ। আহতও হয়েছেন অনেকে। এদিকে ঝড় ও শিলাবৃষ্টিতে সিলেট নগরীর একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেলে সেখানে প্রকৌশলীকে পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর ও তার লোকজনের বিরুদ্ধে।

এ ব্যাপারে সোমবার মামলা হলে তোলপাড় শুরু হয়।

রোববার রাত সাড়ে ১০টার দিকে ঝড়োহাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রপাতও। কিছু সময় পর শুরু হয় বৃষ্টি। সঙ্গে পড়তে থাকে ব্যাপক শিলা। ১০-১৫ মিনিট স্থায়ী ছিল শিলাবৃষ্টি। এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. সজিব।

রোববার রাতের বৃষ্টির মধ্যে শিলার আঘাতে সিলেট নগরীর মণিপুরী রাজবাড়ির ওয়ার্কশপের বাইরে রাখা ৪টি গাড়ির গ্লাস ভেঙে গেছে। উপশহরের সি ব্লকের আব্দুন নুরের বাসার ৫ তলার কাঁচের জানালা ভেঙে পড়েছে শিলার আঘাতে। খাদিম চা বাগানের প্রায় টিনের চাল ছিদ্র হয়ে গেছে। বৃষ্টির পর তুলে আনা একটি শিলা অনেক বড় ছিল। প্রায় ৫শ গ্রাম হতে পারে। 

এদিকে শিলাবৃষ্টি ও ঝড়ের সময় ১১ কেভি ফিডার ফল্টের কারণে বিদ্যুৎ বন্ধ রাখায় বিনা অনুমতিতে কেপিআইভুক্ত কন্ট্রোলরুমে প্রবেশ করে সহকারী প্রকৌশলী মো. মাসুদ রানাকে পেটান সিলেট সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর (সিসিক) রায়হান হোসেন ও তার সহযোগীরা।

রোববার রাতে দক্ষিণ সুরমা বড়ইকান্দি এলাকার বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ কেপিআইভুক্ত কন্ট্রোলরুমে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার কাউন্সিলর রায়হান হোসেনকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ সহকারী প্রকৌশলী মো. মাসুদ রানা। এ মামলার পর জেলাজুড়ে তোলপাড় চলছে।

মামলায় অভিযুক্ত অপর দুজন হলেন- দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার কাজী বায়েজিদ আহমেদ ও শাহাদাত হোসেন রওজা।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান।

এ ব্যাপারে সহকারী প্রকৌশলী মাসুদ রানা বলেন, কাউন্সিলর ফল্টের কারণে বন্ধ হওয়া ১১ কেভি বড়ইকান্দি ফিডার জোরপূর্বক চালু করতে চাইছিলেন। আমি তাকে বুঝিয়ে বলার চেষ্টা করি; কিন্তু তিনি আমার কোনো কথা না শুনে আমার ওপর আক্রমণ করেন। আমাকে জামার কলার ধরে টেনেহিঁচড়ে কন্ট্রোল রুমের বাইরে নিয়ে যেতে যেতে বলতে থাকেন- এলাকা তাদের, তাদের কথাতেই সব কিছু হবে- আমাকে বাইরে নিয়ে গিয়ে মেরে পার্শ্ববর্তী সুরমা নদীতে ফেলে দেবে। উপস্থিত আমার সহকর্মীরা তাদের কোনোক্রমে নিবৃত করলে আমি প্রাণে বেঁচে যাই; কিন্তু যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে যায় অফিসের আশপাশে পেলে আমাকে মেরে ফেলবে। এরপর তারা একে একে মোটরসাইকেলে স্থানীয় সন্ত্রাসী নিয়ে দপ্তরের সামনে অবস্থান করে।

এ বিষয়ে জানত চাইলে সিলেট সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর রায়হান হোসেন বলেন, বক্তব্য নিতে হলে আমার সঙ্গে দেখা করেন। তাহলে আমি আমার বক্তব্য দেব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম