Logo
Logo
×

সারাদেশ

অসুস্থ হনুমান চিকিৎসা পেতে চিকিৎসকের কাছে

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৯:৫৫ পিএম

অসুস্থ হনুমান চিকিৎসা পেতে চিকিৎসকের কাছে

পায়ে আঘাত পেয়ে অসুস্থ এক হনুমান চিকিৎসাসেবা পেতে ডাক্তারের কাছে আসে। এ ঘটনা ঘটেছে খুলনার পাইকগাছা উপজেলার শ্যামনগর গ্রামে।

জানা যায়, দলছুট একটা হনুমান কয়েক দিন যাবত পাইকগাছার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। শুক্রবার কে বা কারা তাকে আঘাত করে। যাতে হনুমানটি রক্তাক্ত জখম হয়ে মারাত্মক আহত হয়।

অসুস্থ হনুমানটি সেবা পেতে শ্যামনগর গ্রামের স্বপন কর্মকারের বাড়িতে আসে। হনুমানটি ক্ষত জায়গাটি তাকে বারবার দেখানোর চেষ্টা করে। একপর্যায়ে তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে পার্শ্ববর্তী পল্লী চিকিৎসক আব্দুল হালিম সানার কাছে নিয়ে যান।

পল্লী চিকিৎসক আব্দুল হালিম সানা হনুমানটিকে যত্নসহকারে সেবা দেওয়ার চেষ্টা করেন। এ সময় হনুমানটি ডাক্তারের হাত ও চিকিৎসা যন্ত্রটি টেনে টেনে ক্ষতস্থানে নেয় বলে ডাক্তার জানান। সেবা পেয়ে হনুমানটি আবার স্বপনের বাড়িতে আসে এবং এখনো পর্যন্ত তার বাড়িতেই অবস্থান করছে।

বাড়ির গৃহবধূ কল্পনা ওরফে পুতুল বলেন, হনুমানটিকে আমরা সেবা দিয়ে যাচ্ছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম