গরু চোর সন্দেহ কাপাসিয়ায় গণপিটুনিতে নিহত ২
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ১১:২১ পিএম
গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, রাত ২টায় নামিলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোসলেম উদ্দিনের বাড়িতে কয়েকজন লোক গরু চুরির উদ্দেশে প্রবেশ করেন। এ সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে এলাকাবাসী তাদের ধাওয়া করে। ঘটনাস্থলেই গণপিটুনিতে একজন মারা যান। মৃত্যুর আগে তার নাম হৃদয় বলে জানিয়েছেন।
এছাড়া ধাওয়া খেয়ে পাশের বড়িবাড়ি গ্রামের ধানখেতে লুকিয়েছিল একজন। পরে তাকেও ধরে পিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলে তিনিও মারা যান। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এ বিষয়ে সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার পারভেজ গণমাধ্যমকে জানান, গরু চুরিরোধে গ্রামবাসী পাহারা বসিয়েছিল। রাতে গাড়িতে করে এক কৃষকের বাড়িতে গরু চুরি করতে আসে কিছু লোক। পরে গণপিটুনিতে দুজন মারা যায়। এ সময় চারজন পালিয়ে গেছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর মিয়া যুগান্তরকে বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।