রাজশাহীর সাগরী রানী নামে এক আদিবাসী নারী ১৫ দিন ধরে নিখোঁজ। বৃহস্পতিবার তার সন্ধান চেয়ে নগরীর সাহেব বাজারে মানববন্ধন করেছেন আদিবাসীরা। সাগরী শাহমখদুম থানার পবা নতুনপাড়ার বাসিন্দা। সাগরীর বাবা শম্ভু সিং জানান, ১৩ মার্চ দুপুরে এলাকার এক বাড়িতে কাজ করতে যায় সাগরী। কাজ শেষে রাতেও বাসায় না ফেরায় শাহমখদুম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সাগরীকে পাওয়া যায়নি।
সাগরীর মা নিরদা রানী জানান, আমার মেয়ের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। তার একটি ছেলে সন্তান রয়েছে। বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করত সাগরী। কাজে যাওয়ার পথে কামাল ও সুফিয়ান নামের দুই যুবক প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। সাগরী নিখোঁজের পর থেকে কামাল ও সুফিয়ানও গা-ঢাকা দিয়েছে।
সাগরীর নিখোঁজের ব্যাপারে জানতে চাইলে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সাগরী নিখোঁজের পর তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ডায়েরির সূত্র ধরে সাগরীকে খুঁজে বের করার চেষ্টা করছে।