সন্তানের মুখ দেখা হলো না সুজনের
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৪:৫৮ পিএম
টাঙ্গাইলে ট্রাকচাপায় সজিবুল ইসলাম সুজন (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।
আগামী ১৫ এপ্রিল তার বাবা হওয়ার কথা থাকলেও সন্তানের মুখ দেখার আগেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে গোড়াই-সখীপুর সড়কের তক্তারচালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুজন উপজেলার বড়চওনা চটানপাড়া গ্রামের আবদুল বাছেদের ছেলে। সুজন বড়চওনা বাজারের ব্যবসায়ী ছিলেন। আগামী ১৫ এপ্রিল সুজনের অন্তঃসত্ত্বা স্ত্রীর সন্তান প্রসব হওয়ার কথা; কিন্তু সন্তানের মুখ দেখার আগেই মৃত্যু হয় তার।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন সুজন। রাত পৌনে ৯টার দিকে ঢাকা-গোড়াই-সখীপুর সড়কের তক্তারচালা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।