ঈদে যানবাহনে ভাড়া কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ১০:৫৯ পিএম
ঈদে ভাড়া কমানো, পর্যাপ্ত যানবাহন চালুসহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটি।
মঙ্গলবার নগরভবনের সামনে এ বিক্ষোভ হয়। এ সময় নেতাকর্মীরা ধর্মীয় উৎসবের ১০ দিন আগে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন-বোনাস প্রদানের দাবি জানান। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, চাঁদাবাজিসহ অজ্ঞানপার্টি-ছিনতাইকারীদের অপতৎপরতা বন্ধের দাবি জানান। ঈদ যাত্রায় দুর্ঘটনা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়।
কর্মসূচিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন, নৌযান শ্রমিক ফেডারেশন, বরিশাল মহানগর দর্জি শ্রমিক গেজেট বাস্তবায়ন সংগ্রাম কমিটি, রিকশা-ভ্যান-ঠ্যালাগাড়ী শ্রমিক ইউনিয়ন, প্রেস শ্রমিক ইউনিয়ন, বস্তিবাসী ইউনিয়নের উদ্যোগে শ্রমিক নেতা একে আজাদের সভাপতিত্বে বক্তৃতা দেন, শ্রমিক নেতা শেখ আবুল হাসেম, জাহাঙ্গীর কবির মুকুল, তুষার সেন, সেকান্দার সিকদার, যুব নেতা মো. জিয়াদ, ফাতেমা বেগম ও অপূর্ব গৌতম।