রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
রংপুর ব্যুরো
প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ১০:৪৭ পিএম
রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে এ দিবসের কর্মসূচি শুরু করা হয়।
এর পরে জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীর অর্জন মোড়ে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ ‘অর্জন’ এর বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকি, জেলা প্রশাসক মোবাশ্বের হোসেন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চোৗধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন বাবলু, র্যাব-১৩ রংপুরের কমান্ডার আরাফাত ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
এ ছাড়া আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, জাসদ, বাসদ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে সকাল ৯টায় শেখ রাসেল স্টেডিয়ামে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে কুচকাওয়াজ প্রদর্শন, বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমি হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।