
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০২:২৩ এএম
পূবাইলে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০৭:১৮ পিএম

আরও পড়ুন
গাজীপুর মহানগরীর পূবাইল থানার মাজুখান এলাকা থেকে ট্রেনে কাটা পড়া মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম ফজল (৫৫)। তিনি ফরিদপুর জেলার মাদারীপুর থানার লক্ষীপুরা এলাকার মৃত হাসান আলীর ছেলে। তিনি পূবাইলের করমতলা এলাকায় বসবাস করতেন। ফজল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজিউর রহমান বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কে মাজুখান এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ফজলের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। ট্রেনে কাটা পড়ার আগে ওই ব্যক্তি রেললাইন ধরে হাঁটছিলেন বলে আমরা জানতে পেরেছি।