সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: হাসান সরকার
টঙ্গী পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১০:৫২ পিএম
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, রোজাদারদের হাহাকারে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। পবিত্র রোজার মাসেও মানুষ একবেলা ভালোভাবে পেটভরে খেতে পারছে না, ইফতার তো দূরের কথা। সরকারের ব্যর্থতা ও নেতাদের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার ঊর্ধ্বে চলে গেছে।
সোমবার টঙ্গী বড় দেওড়া হযরত শাহজালাল রোডে আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স গোলাপ মঞ্চে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
এতে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুর রহিম খান কালা, সরকার শাহনুর ইসলাম রনি, মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার, ইঞ্জিনিয়ার জমসের আলী, আক্তারুজ্জামান নুর, আশরাফুল ইসলাম রাসেল, শেখ মোহাম্মদ সুমন, সোহেল চেীধুরী, বাবুল চৌধুরী, আলী আহমেদ টুকু, শামীম আহমেদ, অ্যাডভোকেট অভি প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স মসজিদের খতিব হাফেজ মাওলানা আসিফ বিন হারুন।