সুবর্ণচরে ভূমিদস্যু রানা মেম্বার গ্রেফতার
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০২:০৩ পিএম
গ্রেফতার রানা মেম্বার
নোয়াখালীর সুবর্ণচরে ভূমিদস্যু অস্ত্রধারী সন্ত্রাসী মো. জসিম ওরফে রায়হান ওরফে রানা মেম্বারকে (৫০) গ্রেফতার করেছে চরজব্বার থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ, ১ টি লোহার তৈরি ধারাল লম্বা দা উদ্ধার করা হয়।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের পশ্চিম চরজুবলী হারিছ চৌধুরী বাজার সংলগ্ন হাই সাহেবের বিল্ডিং থেকে তাকে গ্রেফতার করা হয়। সে চরজুবিলী ইউনিয়নের চরমহিউদ্দন গ্রামের বাসিন্দা ও একই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার।
চরজব্বার থানার ওসি রফিকুল ইসলাম জানান, অস্ত্রধারী সন্ত্রাসী মো. জসিম ওরফে রায়হানের বিরুদ্ধে অস্ত্রবাজি, চাঁদাবাজি, দস্যুতা, দখলদারিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে চরজব্বার থানা পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চরজব্বার থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।