Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে শিলাবৃষ্টিতে  ধানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর 

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১১:১০ পিএম

গাজীপুরে শিলাবৃষ্টিতে  ধানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি

গাজীপুরের কালিয়াকৈরে ঝড়ো হাওয়া ও ভয়াবহ শিলাবৃষ্টিতে ধানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার রাতে হঠাৎ দুই দফায় এ বৃষ্টিতে স্থানীয়দের ঘর ও গবাদিপশু রাখার ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে। অন্যদিকে আম ও লিচুর মুকুল, কাঁঠাল, মাঠের বোরো ধান, কলাবাগানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 

জানা গেছে, কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় রাত পৌনে ১০টার দিকে শুরু হয় ঝড়ো হওয়া ও ব্যাপক শিলাবৃষ্টি। এরপর রাত ১টার দিকে আঘাত হানে ঝড়ো হাওয়া ও ব্যাপক শিলাবৃষ্টি। এতে অনেক এলাকার বসতঘরের টিনের চালা ফুটো হয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে ছোট-বড় শিলা। এতে ঘুমন্ত মানুষ সবাই আতঙ্কিত হয়ে কেউ কেউ ঘরের চৌকি, আবার কেউ কেউ টেবিলসহ বিভিন্ন আসবাবপত্রের নিচে আশ্রয় নেন। এ বৃষ্টিতে বিকল হয়ে গেছে বিদ্যুতের সংযোগ, ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল। 

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমাদের সুপারভাইজাররা জানিয়েছে ঝড় ও শিলাবৃষ্টিতে সব গ্রামের কৃষকের ক্ষতি হয়নি। কিন্তু চাবাগান গ্রামে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ব্যাপক ক্ষতি হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম