বিজয় এক্সপ্রেস দুর্ঘটনায় গাফিলতি পেলে ব্যবস্থা: রেলপথমন্ত্রী
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৯:৫০ পিএম
রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, কুমিল্লায় বিজয় এক্সপ্রেস দুর্ঘটনায় কারও কোনো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার সাধারণ মানুষের নিরাপদে রেলযাত্রা নিশ্চিত করতে চায়।
শনিবার কুমিল্লার নাঙ্গলকোট তেজের বাজারে বিজয় এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ঈদের আগে রেলের ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাড়া না বাড়ানোর বিষয়ে আরও আলোচনা হচ্ছে। অতীতের চেয়ে রেল আজ আধুনিক পরিবহণ।
এ সময় সাংবাদিকদের তোপের মুখে পড়েন রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় (পূর্বাঞ্চল) মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম। তিনি বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের ঘটনাকে নাশকতা বলা যাবে না। তদন্তে কোনো কর্মকর্তার দুর্বলতা ও অবহেলা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের রেলপথবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সদস্য গাজী শফিকুর রহমান, সদস্য নুরুন নাহার, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার সাহাদাত আলী, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মো. মুশফিকুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন প্রমুখ।