Logo
Logo
×

সারাদেশ

সিজারে প্রসূতির মৃত্যু, ২ ক্লিনিককে জরিমানা  

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৫:২২ পিএম

সিজারে প্রসূতির মৃত্যু, ২ ক্লিনিককে জরিমানা  

ছবি:যুগান্তর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সিজারিয়ান অপারেশন করাতে গিয়ে দুই প্রসূতির মৃত্যুর ঘটনায় দুই ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

দুদিনে দুই ক্লিনিকে দুই প্রসূতির মৃত্যুর ঘটনায় শনিবার যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে ক্লিনিক দুটিতে অভিযান চালায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। 

এতে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল হামিদ ও মেডিকেল অফিসার মাহমুদুল হাসান। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা ভোক্তা অধিকার আইনে আল-মদিনা ক্লিনিককে ৫০ হাজার ও জমজম নার্সিং হোমকে দুই লাখ টাকা জরিমানা  অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

তবে জমজম নার্সিং হোম কতৃর্পক্ষ জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করতে না পারায় ম্যানেজার লাল মোহাম্মদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। 

প্রসঙ্গত, উপজেলা সদর রহনপুর পৌর এলাকার ডাকবাংলো এলাকায় অবস্থিত আল মদিনা ক্লিনিকে গত ১৯ মার্চ ও খোয়ার মোড় এলাকায় অবস্থিত জমজম নার্সিং হোমে গত ২১ মার্চ সিজারিয়ান অপারেশন করাতে গিয়ে দুই প্রসূতির মৃত্যু হয়। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম