পারিবারিক সহিংসতা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে: প্রতিমন্ত্রী রিমি
টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১০:৩৪ পিএম
বাংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি বলেছেন, ‘বর্তমান সময়ে যেখানে পারিবারিক সহিংসতা একটি দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই সময় এ ধরনের লার্নিং ক্যাম্পের অয়োজন সত্যিই এক সময়োপযোগী পদক্ষেপ। আমি দীর্ঘদিন ধরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রম বিষয়ে অবহিত। তাই তাদের এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানাই’।
শুক্রবার সকাল থোকে বিকাল পর্যন্ত টঙ্গীর ৪৯নং ওয়ার্ডের টিডিএইচ স্কুলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে মেন কেয়ারবিষয়ক বুট ক্যাম্প সেশনে প্রধান অতিথির বক্তব্যে সিমিন হোসেন রিমি এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী জোন) সোহেল রানা, ৪৯নং ওয়ার্ডের কাউন্সিলর আমির হামজা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চন্দন জেড গোমেজ, মঞ্জু মারিয়া পালমা, জোয়ান্না ডি রোজারিও, তুন্নাজিনা হক কালিমুল্লাহ ইকবাল প্রমুখ।