Logo
Logo
×

সারাদেশ

বোয়ালমারী থেকে অপহৃত কলেজছাত্রী কাশিয়ানীতে উদ্ধার

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১০:৩১ পিএম

বোয়ালমারী থেকে অপহৃত কলেজছাত্রী কাশিয়ানীতে উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী থেকে অপহৃত কলেজছাত্রীকে (১৭) অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। এ সময় প্রধান অপহরণকারীকে গ্রেফতার করলেও সহযোগী অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। এদিকে বিষয়টিকে প্রেমঘটিত বলে জানিয়েছে স্থানীয়রা। 

এ ঘটনায় ওই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার রাতে থানায় চারজনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন- উপজেলার বনচাকী বাইখির গ্রামের দিবস সরকার, পীযূষ বিশ্বাস, অসিম বিশ্বাস ও গুনবহা গ্রামের রমেশ পালসহ অজ্ঞাত দুই থেকে তিন জন।

থানা ও মামলা সূত্রে জানা যায়, অপহৃত কলেজছাত্রী বোয়ালমারী পৌর সদরের কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে পড়াশোনা করে। কলেজে আসা-যাওয়ার পথে বাইখির-বনচাকী গ্রামের দিবস সরকার প্রেমের প্রস্তাব  দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার সকালের দিকে কলেজে যাওয়ার পথে দিবস তার লোকজন নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে।

তবে স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রীর সঙ্গে গ্রেফতার দিবস সরকারের প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর সূত্র ধরে তারা পালিয়ে গিয়েছিল।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাবুল হোসেন বলেন, অপহৃত কলেজছাত্রীকে বৃহস্পতিবার দুপুরের দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাতপাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় মামলার ১ নম্বর আসামি দিবস সরকারকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওই কলেজছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম