Logo
Logo
×

সারাদেশ

বিজয় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় ৪ কিশোর আটক

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি 

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ১১:২১ পিএম

বিজয় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় ৪ কিশোর আটক

কুমিল্লার নাঙ্গলকোটে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনায় চার কিশোরকে আটক করেছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার আটকদের আদালতে হাজির করলে তাদের জেলহাজতে পাঠান বিচারক।

এর আগে সোমবার বিকালে সহকারী পুলিশ সুপার আতিক আহমদ চৌধুরী ও লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসাপড়ুয়া চার কিশোরকে চৌদ্দগ্রাম উপজেলার তেলীগ্রাম থেকে আটক করে। 

তারা হলো- চৌদ্দগ্রাম উপজেলার তেলীগ্রামের কাজী আমির হোসেনের ছেলে কাজী সামির (১৫), একই গ্রামের কাজী আবুল কাসেমের ছেলে কাজী আল আমিন (১৬), আবু হানিফের ছেলে শাকিবুল হাসান ফাহিম (১৪) ও আবদুল মালেকের ছেলে আবদুল্লাহ আল মামুন জিহাদ (১৩ )।

লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদুল্লাহ বাহার বলেন, রোববার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনের ৩ কিলোমিটার দক্ষিণে তেজের বাজারসংলগ্ন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের ১৮ বগির মধ্যে ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনার আগে কয়েকজন কিশোরকে রেললাইনের উপর সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় একজন তাদের ধাওয়া করলে তারা একটি স্কুলব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ব্যাগের ভেতরে রেললাইনের ৩টি বিয়ারিং প্লেট পাওয়া যায়। ওই সময় ব্যাগের ভেতরে পাওয়া একজনের জন্মনিবন্ধন কপির সূত্র ধরে পুলিশ অভিযানে নামে। সোমবার বিকালে কিশোরদের আটক করা হয়।

রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। প্রতিবেদন পেলে আরও বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম