Logo
Logo
×

সারাদেশ

শাহ আমানতে ৪০ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১১:১৬ পিএম

শাহ আমানতে ৪০ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় আধা কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল পৌনে ৭টায় শারজাহ থেকে আসা একটি ফ্লাইটে নেজাম উদ্দিন নামে এক যাত্রীর মালামাল তল্লাশি করে স্বর্ণের চালানটি জব্দ করে গোয়েন্দা সংস্থা। ওই যাত্রীকে আটক করা হয়েছে। 

আটক নেজাম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা। তিনি স্বর্ণ গুঁড়ো করে টেপ দিয়ে মুড়িয়ে ব্যাগের ভেতরে লুকিয়ে এনেছিলেন। তাকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, ওই যাত্রী এয়ার এরাবিয়ার ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। তার কাছ থেকে ২৩৫ গ্রাম নিখাদ স্বর্ণের গুঁড়ো (২৪ ক্যারেট) এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) এবং ১টি স্বর্ণবার (২৪ ক্যারেট, ১১৬ দশমিক ৫ গ্রাম) পাওয়া গেছে। যার ওজন ৪৫১ গ্রাম। এসব স্বর্ণের বাজারমূল্য ৩৯ লাখ ৮৫ হাজার ৪২০ টাকা। স্বর্ণগুলো বিমানবন্দর কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম